দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় ২৪ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সেই ঘাটতি পূরণ করে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয় বিভিন্ন দেশের খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশ এখন সহায়তা করছে।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ এসব কথা বলেন।
তিনি বলেন, দিনাজপুরে আত্রাই নদীর উপর রাবার ড্রাম নির্মাণের ফলে এখন সব মৌসুমেই পানি পাওয়া যায়। যে কারণে কৃষকরা প্রায় দশ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন করতে পারছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান প্রমূখ।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ৭টি কম্বাইন হারভেস্টার, ১টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৩টি পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগারসহ কৃষি যন্ত্র বিতরণ করা হয়।