বগুড়ায় ছুরিসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি সবুজ সওদাগরকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
সবুজ সওদাগর শহরের সূত্রাপুর এলাকার মৃত সিরাজ সওদাগরের ছেলে। ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ অফিসের ভেতরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিমুল হক রেহানকে ছুরিকাঘাতে খুন করেছিলেন সবুজ সওদাগর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ভ্রাম্যমাণ নুডলস বিক্রেতার কাছ থেকে চাঁদা তোলা নিয়ে রবিউল নামের চটপটি বিক্রেতাকে মারধর করেন সবুজ সওদাগর। একপর্যায়ে ছুরি বের করে মারার চেষ্টা করেন। পরে অফিসের সামনে অবস্থানরত দলীয় নেতা-কর্মীরা রবিউলকে উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই সদর থানা-পুলিশ পৌঁছে সবুজ সওদাগরকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা বলেন, সবুজ সওদাগর এর আগেও দলীয় কার্যালয়ে রেহান নামের তার দলের একজনকে ছুরিকাঘাতে খুন করেছিল। সেই মামলা বিচারাধীন রয়েছে। তার নামে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা হবে।