বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উৎসাহ-উদ্দীপনার খবর পৌঁছে গেছে সারা বিশ্বে। ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আর্জেন্টাইন মিডিয়া, সবখানেই এখন বাংলাদেশের নাম। স্বভাবতই, এত দূরের একটি দেশে এত সমর্থকের খোঁজ পেয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইনরা।
বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানায় খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
সোমবার মেসির হাতে বাংলাদেশের পতাকা যুক্ত একটি ছবি পোস্ট করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল ফুটবল লিগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।
বিষয়টি চোখ এড়ায়নি আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও।
বুধবার বিকেল ৪টা ২৭ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে আন্তোনেলা রোকুজ্জো লিখেছেন, আপনি কি জানেন, বিশ্বে আর্জেন্টিনার পরেই বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা সবচেয়ে বেশি। অবিশ্বাস্য।
এরপর জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকার ইমোজি। এই লেখার সঙ্গে যে ছবি ব্যবহার করেছেন মেসির স্ত্রী, সেটিতে খেলার মাঠে উচ্ছ্বসিত মেসি। তার হাতে ধরা বাংলাদেশের বিশাল এক পতাকা।
যদিও ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, সম্পাদনা (এডিট) করে ছবিতে বাংলাদেশের পতাকা যোগ করা হয়েছে। তবে বাংলাদেশি সমর্থকদের প্রতি সম্মান জানাতেই এটি করেছে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ। আন্তোনেলা রোকুজ্জো নামের এই ফেসবুক পাতাটি মেসির স্ত্রীর কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি নিউজ টোয়েন্টিফোর অনলাইন। তবে এই পেজ থেকে প্রতিনিয়ত মেসি ও তার স্ত্রী-পরিবারের বিভিন্ন ছবি পোস্ট করা হয়। চলমান কাতার বিশ্বকাপে মেসির বিভিন্ন ছবিও পোস্ট করা হচ্ছে এই পাতাটি থেকে।