আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বরই শুরু হয় বুদ্ধিজীবী হত্যার মিশন। আর এই হত্যার সঙ্গে জড়িতদের অনেকেই এখন বিএনপি দলের নেতা।
আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন মন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের সঙ্গে সংহতি প্রকাশের লক্ষ্যেই ১০ ডিসেম্বর সমাবেশের দিন বেছে নিয়েছে বিএনপি।
তিনি বলেন, সারাদেশে মাঠে ময়দানে সমাবেশ করলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি। কারণ সেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানেই পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। তাদের লক্ষ্য ১০ ডিসেম্বর আগুন সন্ত্রাসীদের একত্রিত করে সহিংসতা চালানো। কিন্তু তাদের উস্কানিমূলক বক্তব্যে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রুখে দিতে প্রস্তুত।
১০ ডিসেম্বর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেবেন বলেও জানান তথ্যমন্ত্রী।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুন্ন করার জন্য এবং স্বাধীনতার ইতিহাস নস্যাৎ করতে বিকৃত মোড়কে তা উপস্থাপনের পায়তারা হিসেবেই ১০ ডিসেম্বর সমাবেশকে বেছে নিয়েছে বিএনপি।