আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন। রাজনীতি থেকে বিদায় নেওয়ার অঙ্গীকার করে লন্ডনে বসে শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ’
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির মুখে মধু অন্তরে বিষ। স্বাধীনতার কথা শুনলে এদের অন্তরে জ্বালা উঠে। তাদের আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে। লাঠির মাথায় জাতীয় পতাকা এবং আগুন নিয়ে মাঠে নামলে জবাব দেওয়া হবে। ’
‘সরকার পতনের ডাক দিয়ে কোনো লাভ নেই। আগামী নির্বাচনেই হবে একমাত্র নিরাপদ এক্সিট,’ যোগ করেন ওবায়দুল কাদের।
কুমিল্লায় বিএনপির সমাবেশের সময় কোনো বাধা দেওয়া হয়নি বলেও জানান তিনি।
অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত শুরু করেছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পাচার করা সব টাকাই ফেরত আনা হবে। পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।