পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে রামনাবাদ, বুড়াগৌরাঙ্গ, তেতুলীয়া ও আগুনমুখা নদী থেকে ৫ টি অবৈধ বেহুন্দি, ১০টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
পরে গলাচিপা বোয়ালিয়া ঘাটে এনে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, গলাচিপা থানার এএসআই মো. মশিউর রহমান সহ পুলিশ ও মৎস্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। জব্দকৃত এসব জালের বাজার মূল্য দুই লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।