আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জঙ্গি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়েছে বিএনপি। আবার আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। যদি আগুন নিয়ে আসেন, সন্ত্রাস করেন সমুচিত জবাব দেওয়া হবে। ’
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পরশু মধ্য রাতে বিআরটিসির একটি দোতলা বাস পুড়িয়ে দিয়েছে মতিঝিলে। শুরু হয়ে গেছে, তারা সন্ত্রাস করবে আগাম সেই বার্তা জানান দিচ্ছে। ১০ ডিসেম্বর সামনে রেখে তারা জানান দিলো তারা সন্ত্রাস করবে। আবারও আগুন সন্ত্রাস ফিরে আসছে। আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে এটা মনে করবেন না। ’
নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘নেত্রী বলে দিয়েছেন, প্রত্যেক ওয়ার্ডে সতর্ক পাহারা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে সতর্ক পাহারায় থাকতে হবে। ’
ক্ষমতাসীনরা টাকা পাচার করে এমন অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘ধরা খেয়েছে কে? তারেক আর তার ভাই। তারেক রহমানের টাকা সিঙ্গাপুরে আর আমেরিকায় ধরা পড়েছে। আর কোথায় কোথায় টাকা পাচার করেছে সেই খবর নেওয়া হচ্ছে। এখনো যারা করছেন তাদের খবর নেওয়া হচ্ছে। অর্থ পাচারকারী যেই হোক তার ক্ষমা নেই। এটা শেখ হাসিনার পরিষ্কার বার্তা। ’
অর্থ পাচার নিয়ে সম্প্রতি ড. কামাল হোসেনের করা মন্তব্য নিয়ে কাদের বলেন, ‘নিজে টাকা পাচার করে সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। কত টাকা পাচার করেছেন সেই তথ্য দেশের মানুষ জানতে চায়। ’