ঢাকা বিশ্ববিদ্যালয় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে নারীটি প্রাইভেট কারের নীচে আটকে যায়। এ সময় চলন্ত গাড়ীর চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে বেশ কিছুদুর যাওয়ার পর নারীটির মৃত্যু হয়। আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।
নিউমার্কেট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহবুব আলম জানান, দুপুরে দেবর নুরুল আমিনের মোটরসাইকেলে করে শাহবাগ থেকে হাজারীবাগের দিকে যাচ্ছিলেন রুবিনা (৪৫) নামে এক নারী। এ সময় শাহবাগ মোড়ে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে টেনেহিঁচড়ে নীলক্ষেতের দিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। এসময় উপস্থিত জনতা গাড়ির দিকে ইট-পাটকেল মারতে থাকলেও চালক গাড়ি থামাননি। পরে স্থানীয় জনতা নীলক্ষেত মোড়ে গাড়িটিকে ধাওয়া দিয়ে আটক করে মূমুর্ষু অবস্থায় রুবিনাকে উদ্ধার করে। এরপর দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নারীটিকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে ঘাতক প্রাইভেটকারের চালক গণধোলাইয়ের শিকার হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তার নাম জাফর শাহ। তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে দাবি করেছেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, এরকম একটা ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো বিস্তারিত জানা যায়নি। আসলে কী ঘটেছে জানার চেষ্টা করা হচ্ছে।