ইনজুরির কারণে তামিম ইকবাল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তামিমের ছিটকে যাওয়ার পর কে হবেন ওয়ানডে অধিনায়ক এ নিয়ে জল্পনা ছিল। অবশেষে ভারতের বিপক্ষে সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করেছে।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। আগামী ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।
লিটন টেস্ট দলের ‘লিডারশিপ’ গ্রুপেরও অংশ। সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি লিটনকে সহ-অধিনায়ক করা হয়। যদিও ওয়ানডে দলে কোনো সহ-অধিনায়ক ছিল না।