যশোরে অজ্ঞান পার্টির মূল হোতাসহ চারজন আসামি গ্রেপ্তার করেছে র্যাব-৬। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চেতনানাশক ওষুধ। বৃহস্পতিবার রাতে যশোর রাজারহাট এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ৬-এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
যশোর র্যাব-৬ কোম্পানি কমান্ডার নাজিউর রহমান আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে অজ্ঞান পার্টির একটি সংঘবদ্ধ চক্র চেতনানাশক দ্রব্য মিশিয়ে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়।
এই চক্রটি গত রাতে রাজারহাটে অবস্থান নিয়েছিলো। এসময় অভিজান চালিয়ে তাদের আটক করে। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি চেতনানাশক তরল ওষুধ, দুটি মলম প্যাকেট মোবাইল।