সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই পাল্টে গেল দৃশ্যপট। হঠাৎ করে তেড়ে এসে বিরোধী দলীয় এক নারী এমপির গায়ে থাপ্পড় বসিয়ে দেন অপর এক এমপি। আফ্রিকার দেশ সেনেগালের সংসদের ভেতরে ঘটে গেল এমনই ঘটনা। খবর বিবিসি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাজেট উত্থাপন চলার সময় এক নারী এমপিকে চড় মারেন অপর এক এমপি। এ নিয়ে মারামারিতে জড়ান বেশ কয়েকজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বসে থাকা এক নারী এমপিকে হেটে এসে অপর এক পুরুষ এমপি চড় মারেন। এ ঘটনায় হতভম্ব ওই নারী তার আসন ছেড়ে বের হয়ে পুরুষ এমপিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। এরপর আরও কয়েকজন এসে মারামারিতে যোগ দেন।
জার্মান বার্তাসংস্থা ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার সময় সংসদে বাজেট উত্থাপন চলছিল। ওই সময় বিরোধী দলীয় এমপি মাসাতা সাম্ব সরকার দলীয় এমপি নাদিয়ে নাবরির গালে চড় মারেন। নাবরি এতে ক্ষিপ্ত হয়ে সাম্বের দিকে চেয়ার ছুড়ে মারেন। এরমধ্যে আরেকজন এমপি ওই নারী এমপিকে মাটিতে ফেলে দেন। এ ঘটনায় ওই অধিবেশন স্থগিত করা হয়।
সেনেগালে নারীর ওপর সহিংসতা বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে। এরমধ্যেই দেশটির সংসদের ভেতর একজন নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
চলতি বছরের জুলাইয়ে সেনেগালে অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। এতে আবারও ক্ষমতায় আসে বেনো বক ইয়াকার (বিবিওয়াই) জোট। তারা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সমর্থ হলেও সংসদে তাদের অবস্থান দুর্বল হয়ে যায়। এরপর দেশটির বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে উত্তেজনা চলছে।