আগামী ১০ ডিসেম্বর পল্টনে অল্প জায়গায় বেশি লোক দেখিয়ে বিএনপি ধোকা দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মণির জন্মদিন।
তোফায়েল আহমেদ বলেন, ‘নয়াপল্টনে ১০-২০ হাজার লোক এনে লক্ষাধিক মানুষের কথা বলতেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করতে গো ধরেছে বিএনপি। “খেলা হবে” রাজনৈতিক স্লোগান নয়, এ ধরনের স্লোগান না দেয়াটাই ভালো। ’
তোফায়েল আহমেদ বলেন, ‘বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে বিএনপি সমাবেশ করতে চায়। যুবলীগকে সর্তক থাকতে হবে কেউ যেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ছাড়া কারোর পক্ষে পদ্মা সেতু, টানেল, মেট্রোরেল করা সম্ভব হতো না। উন্নয়নমূলক কাজকে ক্ষতিগ্রস্ত করতে নানা চক্রান্ত চলছে। কেউ যেন দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। ’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ‘আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে বেশি অবদান শেখ ফজলুল হক মণি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম। ’
তিনি বলেন, ‘মণি ভাই ছিলেন আমার প্রিয় নেতা। আমি যখন বরিশালে বিএম কলেজে পড়তাম, তখন তিনি আমার হোস্টেলে গিয়েছিলেন। আমাকে বলেছিলেন, “তুমি আমার সঙ্গে ছাত্রলীগের রাজনীতি কর। ” তখন মণি ভাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তারপর থেকে আমার ছাত্রলীগে যাত্রা শুরু। তার সঙ্গে আমার অনেক স্মৃতি। তাকে গ্রেপ্তার করার পরে ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিলেন। আমরা একসঙ্গে মুজিব বাহিনীতে ছিলাম। ’
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।