ভোক্তাপর্যায়ে সিলিন্ডার প্রতি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল ৪৬ টাকা। ১২ কেজি সিলিন্ডারের এলপিজি বিক্রি হবে ১ হাজার ২৯৭ টাকা লাগবে। যা এতদিন ১ হাজার ২৫১ টাকায় বিক্রি হতো।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ডিসেম্বরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৫১ টাকা বেড়েছিল।
বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল নতুন এ দাম ঘোষণা করেন। তিনি বলেন, সরকারের ইচ্ছা অনুসারে সংশ্লিষ্ট বিভাগ বিইআরসি আইন সংশোধন করেছে। সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। কমিশন আইন অনুযায়ী চলবে।