December 23, 2024, 7:18 pm

ভারতের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, December 4, 2022,
  • 25 Time View

ভারতের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। এর পর থিতু হয়ে ফিরে গেছেন এনামুল-লিটন ও সাকিব। তবে তাদের দুই অঙ্কের কোটা পেরনো রানে জয়ের পথেই রয়েছে বাংলাদেশ। এদিন ফিফটির আশা জাগিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাশ।

তার ব্যাট থেকে এসেছে ৪১ রান। এই মুহূর্তে উইকেটে জুটি গড়ার চেষ্টা চালাচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভার শেষে ৪ উইকেট খরচায় ১১০ রান। অর্থাৎ জয় থেকে আর মাত্র ৭৭ রান দূরে টাইগাররা। হাতে আছে এখনও ৬টি উইকেট। ২৮ বল থেকে ১১ রান ক্রিজে আছেন মুশফিক। অপর প্রান্তে মাহমুদউল্লাহর সাথে জুটি গড়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।

এর আগে সাকিব-ইবাদত নৈপুণ্যে আগে বল করে ভারতকে অল্পতেই থামিয়েছে বাংলাদেশ। এখন ভারতের দেওয়া ১৮৭ রানের সেই লক্ষে ব্যাট করছে লিটন কুমার দাশের দল। তবে শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দীপক চাহারের করা ইনিংসের প্রথম বলেই কোনো রান না করে ফিরে যান শান্ত। পরে লিটনকে নিয়ে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা চালান আরেক ওপেনার এনামুল হক বিজয়। খানিক পর মোহম্মদ সিরাজের বলে আউট হয়ে উল্টো চাপ বাড়িয়ে যান তিনি।

এদিন তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ১৪ রান। পরে রান তুলায় মনোযোগী হন লিটন। তবে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি দলকে। ৬৩ বলে ৪১ রান করে সুন্দরের ঘূর্ণিতে পরাস্ত হন তিনি। পরে লিটনকে অনুসরণ করেন সাকিবও। সুন্দরের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৩৮ বল থেকে ২৯ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লিটনের নেতৃত্বে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি স্পিন সামলাতে হিমশিম খেয়েছে ভারতীয় ব্যাটাররা। শেখর ধাওয়ানকে ফিরিয়ে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন মেহেদী মিরাজ। এরপর ভারতীয় অধিনায়ক ও বিরাট কোহলিকে ফিরিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপের ভিত ভেঙে দেন সাকিব আল-হাসান। উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা চালান শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুল। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি আয়ারও। ইবাদতের বলে মারতে গিয়ে উইকেটের পেছনে চলে যায় বল। মুশফিকের গ্ল্যাবসে তালুবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ২৪ রান।

এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লড়াই করে যান রাহুল। এরপর থিতু হয়ে ১৯ রানে ফিরে যান সুন্দর। তবে অন্য-প্রান্তে আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন রাহুল।

তবে সতীর্থদের কাছ থেকে সঙ্গ পাচ্ছিলেন না। এরপর দ্রুতই ফিরেছেন অপর প্রান্তের ব্যাটাররা। ১৫৩ থেকে ১৫৬ এই ৩ রানের মাঝেই ফিরেছেন ভারতীয় তিন ব্যাটার। এরপর দলীয় ১৭৮ রানের মাথায় ৭০ বলে ৭৩ রান করে ইবাদতের তৃতীয় শিকারে পরিণত হন রাহুল।

এরপর শিরাজকে নিজের চতুর্থ শিকারে পরিণত করে ভারতীয়দের ১৮৬ রানে বেধে ফেলে বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন সাকিব। এদিন ৫ উইকেট শিকার করতে মাত্র ৩৬ রান খরচ করেন বামহাতি এ বোলার। যা ভারতীয় ব্যাটারদের বিপক্ষে বামহাতি বোলারদের মধ্যে সবচেয়ে কম রানে ৫ উইকেট শিকারের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71