January 8, 2025, 10:21 am

একসঙ্গে বিয়ের আসরে ১০১ জুটি।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, December 5, 2022,
  • 30 Time View

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাঞ্চননগরে একসঙ্গে ১০১ যুগলের বিবাহের আয়োজন করা হয়েছে। এতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীরা উপস্থিত ছিলেন। রোববার বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে ৯ম বারের মত এভাবে বিশাল আকারে গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হলো।

বিয়ের আগে ১০১ জন বরকে নিয়ে বিশেষ শোভাযাত্রা হয়।

অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, অনেকেই আর্থিক কারণে আনুষ্ঠানিকভাবে মেয়ের বিয়ে দিতে পারে না। তাদের কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।

 

বিয়ের অনুষ্ঠানে ছিল বরযাত্রী কনেযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা। নবদম্পতিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহারে ভরিয়ে দেওয়া হয়।

এ ছাড়াও নবদম্পতিরা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান তারও ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান এই আয়োজনের উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71