December 23, 2024, 7:51 am

গলাচিপায় নাম সর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়ে চষে বেড়াচ্ছে পুরো এলাকা সাধারণ মানুষের ক্ষোভ।

স্টাফ রিপোর্টার।
  • Update Time : Monday, December 5, 2022,
  • 307 Time View

সাগরকন্যা ক্ষ্যাত পটুয়াখালী জেলার অন্যতম উপজেলা গলাচিপার বিভিন্ন ইউনিয়নে কিছু নাম সর্বস্ব অনলাইন পোর্টালের পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছেন অর্থ। এরফলে বিপাকে পরতে হচ্ছে মূল ধারার গণমাধ্যম কর্মিদের,তেমনই একজন সাংবাদিক পরিচয় দিয়ে আসছে মোঃ হামীম নামের জনৈক এক ব্যাক্তি। তার প্রোফাইল ঘেটে দেখা যায় তিনি নাম সর্বস্ব একাধিক প্রতিষ্ঠানের সম্পাদক ও স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে।

তার বাড়ী আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নে হলেও কথিত এই ভূঁইফোড় সাংবাদিক পরিচয়দানকারী চষে বেড়াচ্ছেন গোটা গলাচিপা উপজেলা। এর সাথে গলাচিপারও বেশ কিছু ভূঁইফোড় সাংবাদিক জরিত রয়েছে বলে অভিযোগ রয়েছে, এদের কাজ হচ্ছে মূলত বাল্য বিয়ে,স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ মিটানো,স্থানীয় বিভিন্ন বেকারীতে ভিজিট করে ২-৫ শত টাকা আদায় করা, এমনকি বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে সাংবাদিকতা বিক্রি করা। এদের রয়েছে একটি চক্র আর এই চক্রের সদস্যদের হাত থেকে রেহাই পাচ্ছে না মূল ধারার গণমাধ্যম কর্মিরাও। তেমনই একজন মোঃ তকদির হোসেন, জিনি স্বাধীন বাংলা টিভির বরিশাল ব্যুরো চিফ হিসেবে দীর্ঘদিন ধরে সততার সহিত কাজ করে আসছে, তকদির হোসেন জমিজমা নিয়ে বিরোধের একটি ঘটনায় গলাচিপায় আসলে ঐ ভূঁইফোড় সাংবাদিক চক্রের সাথে তার পরিচয় হয়।

সাংবাদিক তকদির হোসেন ঐ চক্রের সদস্যদেরকে মূল ধারার গণমাধ্যম কর্মি মনে করে তাদেরকে সাথে নিয়ে ঐ এলাকায় বিভিন্ন কাজ কর্ম করে আসছে। ইতিমধ্যে তকদির এর সাথে ঐ চক্রের সদস্য হামীম এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথার কাটাকাটি হয় এবং হামীম বিভিন্ন সময় তকদির হোসেন এর কাছ থেকে বেশ কিছু টাকা পয়সাও হাতিয়ে নিয়েছে বলে তকদির হোসেন জানায়। পরবর্তীতে আরও কিছু টাকা চাইলে সেই টাকা দিতে অস্বীকার করেন সাংবাদিক তকদির হোসেন, আর এতেই বাধ সাধেন ঐ চক্রের সদস্য কথিত ভূঁইফোড় সাংবাদিক হামীম। এবং ঐ সকল নাম সর্বস্ব নিউজ পোর্টালে গত বিভিন্ন তারিখে তকদির হোসেন এর বিরুদ্ধে নিউজ করে, যথাক্রমে বিডিসি ক্রাইম বার্তা ১২ই নভেম্বর, অভিযান টিভি ডটকম ১১নভেম্বর, দৈনিক ভোরের পাহাড় ১১নভেম্বর, এবং বিডিসি ক্রাইম বার্তা ১২নভেম্বর।

এ বিষয় সাংবাদিক তকদির হোসেন বলেন বিনা প্ররোচনায় তার বিরুদ্ধে কথিত ভূঁইফোড় নিউজ পোর্টালে নিউজ করার কারনে তার সম্মান হানী হয়েছে এবং এ বিষয় তিনি ঐ সকল কথিত ভূঁইফোড় নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয়দানকারীদের বিরুদ্ধে গলাচিপা প্রশাসনের কাছে বিচারের দাবী জানান এবং অনতিবিলম্বে ঐ সকল নাম ধারী সাংবাদিকদের বিরুদ্ধে এখনই ব্যাবস্থা নেয়ার জোর দাবী জানান। এক প্রশ্নের জবাবে সাংবাদিক তকদির হোসেন বলেন নিশ্চয়ই তিনি তার মানহানীর বিষয় আইনী পদক্ষেপ নিবেন। এদিকে এ বিষয় জানতে কথিত ভূঁইফোড় সাংবাদিক হামীম এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সে ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।  এ বিষয় সাংবাদিক তকদির হোসেন জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অনুলিপি প্রদান করেন জেলা পুলিশ সুপার পটুয়াখালী, জেলা ডি এস বি কার্যালয় পটুয়াখালী,উপজেলা নির্বাহী কর্মকর্তা গলাচিপা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা গলাচিপা থানা পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71