সবকিছু ঠিক থাকলে দক্ষিণ কোরিয়া ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছেন নেইমার। দোহায় স্টেডিয়াম ৯৭৪-এ আজ বাংলাদেশ সময় রাত ১টায় এশিয়ার দলটির বিপক্ষে খেলবে ব্রাজিল। বিশ্বকাপে ফিরতে মরিয়া নেইমার মাঠের প্রস্তুতি নেওয়া ছাড়াও, সেরেছেন মাঠের বাইরের প্রস্তুতিও। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামার আগে চুলে নতুন রং করিয়েছেন তিনি।
বিশ্বকাপ এলেই চুলে নানা ধরনের ছাঁট এবং রং করাতে ভালোবাসেন। এবারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার আগে নতুন ছাঁট দিয়েছিলেন তিনি। এরপর চোটের কারণে সুইজারল্যান্ড এবং ক্যামেরুন ম্যাচ খেলা হয়নি তার। আজ ফের মাঠে নামার আগে তাই নরসুন্দরের কাছে ধরনা দেন নেইমার।
শেষ ষোলোয় ফেরার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর শরণাপন্ন হয়েছেন নেইমার। এবার পাল্টেছেন চুলের রং। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, চুলে ‘প্লাটিনাম’ রং করেছেন নেইমার। তার এই নতুন ‘লুক’-এর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নারিকো। নেইমারের বহু বছরের ব্যক্তিগত এই হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে নেইমার ও তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন। ’
কাতার বিশ্বকাপে আসার আগে তুরিনে অনুশীলন ক্যাম্পে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। সম্ভবত সেই ছাঁটে সন্তুষ্ট হতে পারেননি তিনি। তাই সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আবারও যান হেয়ার স্টাইলিস্টের কাছে। নেইমার এবার কী কারণে চুলের রং পরিবর্তন করলেন, তা অবশ্য জানা যায়নি।