রমজানে কোনো নিত্যপণ্যের ঘাটতি যেন না হয়, ব্যাংকগুলোকে সেভাবে এলসি খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।
এ সময় মেজবাউর বলেন, বাংলাদেশ ব্যাংক তারল্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়িয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের ঋণ অনিয়মের যে তথ্য পাওয়া গেছে, তা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে।
একইসঙ্গে কৃষিঋণ বিতরণেও আরও গতি আনতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি চেয়ারম্যান জানান, আগামী ২ মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার চাপ কমে আসবে। এছাড়া নানা কারণে গ্রাহকদের যে অনিশ্চয়তা ও আমানত তুলে নেওয়ার চাপ ছিল তা আর নেই বলেও জানান এবিবি চেয়ারম্যান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে রোববার (৫ ডিসেম্বর) মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তিনি বর্তমান মুখপাত্র ও নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।