ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের ভীত গড়ে দিয়েছিলেন সাকিব আল হাসানই। মিরপুরে একই ওভারে ভারতের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফেরান তিনি। বোলিং কোটা পূরণ করার আগে তুলে নেন ফাইফার (৫-৩৬)। এরপর ব্যাট হাতেও শুরুর দিকে চাপে পড়া দলকে উদ্ধার করেন ২৯ রানের দায়িত্বশীল ইনিংসে।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে সাকিব আবার বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গোও মাতলেন তাই সাকিব বন্দনায়। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গ উঠতেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে তিনি বলেন, ‘দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার। ’
সাকিবের থাকা দলের জন্য আশীর্বাদ। ৩৫ বছর বয়সেও ধারাবাহিকভাবে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন এই অলরাউন্ডার, তা দেখে ডোমিঙ্গোর চাওয়া সাকিবকে আরও অনেকদিন পাওয়ার। তিনি বলেন, ‘এমন ক্রিকেটারের (সাকিব) বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে। এ ধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা স্পেশাল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন ফ্রেশ থাকে এটা নিশ্চিত করতে চাই। ’
গত রোববার সাকিবের দিনে বাংলাদেশের জয়ের নায়ক বনে যান মেহেদী হাসান মিরাজ। শুরুতে বল হাতে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মিরাজ। এরপর প্রবল চাপের মুখে দাঁড়িয়ে বীরোচিত এক ইনিংসে টাইগারদের অবিশ্বাস্য এক জয় উপহার দেন তিনি। সাকিবকে নিয়ে কথা বলার সময় মিরাজও উঠে এসেছেন ডোমিঙ্গোর আলোচনায়, ‘যতদিন সম্ভব তাকে (সাকিব) বাংলাদেশের হয়ে দেখতে চাই। মিরাজ কি তেমন হতে পারে? হয়তো। সে পাঁচ-ছয়ে ব্যাট করতে পারে। বল হাতেও ধারাবাহিক পারফর্ম করে। ’