আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপেক্ষা করুন, খেলা তো হবেই। ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে।
অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।
বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে এখন আমরা একটু বিপদে আছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত নেত্রী আছে। তাই আমরা পরিস্থিতি সামলে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। এখন আমাদের মূল্যস্ফিতি কমে আসছে। ধীরে ধীরে জ্বালানি আমরা পেয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য আরও কমতে থাকবে। দেশে এখন আর বিদ্যুৎ সংকট নেই। কোথাও সেভাবে এখন আর লোডশেডিং নেই। ধীরে ধীরে আর লোডশেডিং দেশে থাকবে না।
বিস্তারিত আসছে….