January 8, 2025, 9:08 am

জার্মানিতে সরকার উৎখাতের ষড়যন্ত্র, গ্রেপ্তার ২৫।

অনলাইন ডেক্স
  • Update Time : Wednesday, December 7, 2022,
  • 28 Time View

জার্মানিতে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

জার্মানির প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থী এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের একটি দল জার্মান সংসদ ভবন রাইখস্ট্যাগে তাণ্ডব চালিয়ে ক্ষমতা দখল নেওয়ার পরিকল্পনা করেছিল।

হেনরিখ ত্রয়োদশ নামে ৭১ বছর বয়সী এক ব্যক্তি এই পরিকল্পনার মূল হোতা ছিলেন।

 

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির ১১টি প্রদেশ থেকে গ্রেফতারকৃতদের মধ্যে দুজনকে মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সরকার উৎখাতের ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থি রাইখসবার্গার মুভমেন্টের সদস্যরাও রয়েছে বলে জানা গেছে। এই সংগঠনটির সদস্যরা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নারাজ। হিংসাত্মক হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে রয়েছে।

এই গোষ্ঠীটির সঙ্গে আনুমানিক ৫০ জন পুরুষ ও নারী যুক্ত বলে ধারণা করা হচ্ছে। তারা বিদ্যমান জার্মান প্রজাতন্ত্রকে উৎখাত করে এর বদলে ১৮৭১ সালের জার্মানির আদলে একটি নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71