বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ তাকে প্রিজনভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়।
এর আগে মির্জা ফখরুল বলেন, এই মূহুর্তের পরিস্থিতি ভীতিকর, উদ্বেগজনক। সরকার আমাদের কর্মসূচি কিভাবে বাধা দিচ্ছে তা আপনারা (সাংবাদিক) দেখতে পাচ্ছেন।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
আন্দোলন অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আন্দোলন অব্যাহত আছে এবং থাকবে। এ সময় তিনি এ আহ্বান জানান। এ সময় দুপুরের সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
তবে মির্জা ফখরুল অভিযোগ করেন তাকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বল প্রয়োগ করে তাকে কার্যালয়ের সামনে বসিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে নারাজ বিএনপি।