আঙুলের চোটে মাঠের বাইরে থাকায় রোহিত শর্মার বদলে ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ৮ বছর পর ইনিংসের সূচনা করতে নেমে কোহলি অবশ্য দ্রুতই ফিরে গেছেন সাজঘরে। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই পেসার এবাদত হোসেন বোল্ড করেন কোহলিকে। এরপর আরেক ওপেনার শিখর ধাওয়ান এবং পাওয়ারপ্লের শেষ বলে ওয়াশিংটন সুন্দরও সাজঘরে ফিরে যাওয়ায় এখন চালকের আসনে বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজকে চার মেরে ইনিংস শুরু করা কোহলি পরের ওভারে এবাদতের শর্ট লেংথের বলটা পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হন। ফেরেন মাত্র ৫ রানে। পরের ওভারে ধাওয়ানকেও হারায় ভারত। তৃতীয় ওভারে পঞ্চম বলে মুস্তাফিজের ছোড়া স্লো বাউন্সারে ভড়কে যান ভারতের ওপেনার। ক্যাচ দেন পয়েন্টে। মিরাজ সেই ক্যাচ লুফে নিলে ১৩ রানেই ২ উইকেট হারায় ভারত।
শুরুতে দুই ওপেনারকে হারানো ভারতকে এখন টেনে তোলার চেষ্টা করছিলেন শ্রেয়াস আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর। তবে ওয়াশিংটন পাওয়ারপ্লের শেষ বলে সাকিব আল হাসান বলে ক্যাচ দেন শর্ট মিড-উইকেটে থাকা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে ধীরগতির স্পিনে বোকা বনে যান ওয়াশিংটন।
তার বিদায়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ শেষে ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে মাত্র ৩৯ রান তুলেছে সফরকারীরা।