চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে বিএনপির কাছে ১৪ দফা দাবি পেশ করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বৈঠকে বসেন নাগরিক মঞ্চ ও বিএনপির নেতারা।
এদিন প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে সাংবাদিকদের বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে সরকার পরিবর্তনের আন্দোলনকে কিভাবে জোরদার করা যায় এ বিষয় নিয়ে বিএনপির সাথে আলোচনা হয়েছে। এছাড়া ১০ তারিখের আন্দোলনকে রাজনৈতিকভাবে সমর্থন জানানো হয়েছে বলে জানান।
এসময় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গণমঞ্চ ও নাগরিক ঐক্য বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সাথে আছে। এই আন্দোলন ধারাবাহিকভাবে করতে গণতন্ত্র মঞ্চ মাঠে থাকবে বলে জানান।
সবশেষ বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন মাহমুদ টুকু বলেন, সরকার ও রাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তন করা হবে। এখন সরকারের সাথে উচ্ছিষ্টভোগীরা ছাড়া কেউ নেই। বিএনপির সমাবেশ নয়াপল্টনেই সমাবেশ হবে বলে জানান তিনি।