বিএনপির আগামীকালের (১০ ডিসেম্বর) সমাবেশ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। পুলিশ আমাদেরকে সেখানে সমাবেশ করার অনুমতি দিয়েছেন।
এই সীমিত সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আমরা সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ।
নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। তিনি বলেন, আমরা মৌখিকভাবে অনুমতি দিয়েছি, পরে লিখিতভাবে জানিয়ে দিব।
আজ দুপুরে গোলাপবাগ মাঠ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার। এর আগে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
বিস্তারিত আসছে….