পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও হোমিও ডাক্তার হরিপদ রায়ের মৃত্যুতে শোকাহত পরিবার ও বিভিন্ন মহলের শোক প্রকাশ করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড গার্লস স্কুল রোডে তিনি তার নিজ বাসভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল ৩টায় কুটিয়াল পাড়া কেন্দ্রীয় শ্মসানে তার দাহ কার্য্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহাজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ-সভপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান,
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার আহ্বায়ক গোপাল দেবনাথসহ উপজেলাবাসী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।