জাম্বিয়ার রাজধানী লুসাকার উপকণ্ঠে একটি কৃষিজমি থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তার সবাই ইথিওপিয়ান অভিবাসী বলে প্রাথমিকভাবে ধারণা করছে জাম্বিয়া পুলিশ।
নিহত ওই ২৭ অভিবাসী ক্ষুধা ও ক্লান্তির কারণে মারা গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে ওই মৃতদেহগুলো কৃষিজমিতে ফেলে দেওয়া হয়।
রোববার ভোরে ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসা দিতে লুসাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মৃতদেহ শনাক্তকরণ ও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক পুলিশ তদন্তে দেখা গেছে নিহতরা সবাই ২০ থেকে ৩৮ বছর বয়সী পুরুষ। অজ্ঞাত ব্যক্তিরা মৃতদেহগুলো রাস্তার পাশে ফেলে পালিয়েছে। ’
পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে বলেন, ‘পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা শাখাগুলি মৃতদেহগুলো পাওয়ার পর থেকেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ইথিওপিয়ান অভিবাসীরা প্রায়ই উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকার মতো দেশে ভ্রমণের সময় জাম্বিয়া ব্যবহার করে। তবে এ পথে মৃত্যুর খবর বিরল।