অপহরণের পর ভুক্তভোগীর এটিএম কার্ড দিয়ে টাকা তুলত আসামিরা। ঘটনা রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার। এ ঘটনায় অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি জানায়, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় চক্রের সদস্যরা।
এরপর অপহরণ করা ব্যক্তির সঙ্গে থাকা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নেয়। সেই টাকা দিয়ে স্বর্ণ কেনেন তারা।
ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ এ ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। সোমবার থেকে মঙ্গলবার ভোর সকাল পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শহিদুল ইসলাম(৪০), মো. রাসেল হোসেন (৩৫), ও সাথী আক্তার (৩০)।
গ্রেপ্তারে সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ১৩টি, ভুক্তভোগীর হাত ঘড়িসহ ১৫টি ঘড়ি, ভুক্তভোগীর মোবাইলসহ বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে। এমন কি ভুক্তভোগীর সঙ্গে থাকা এটিএম কার্ড থেকে এক লাখ টাকা এবং পিওএস মেশিনের মাধ্যমে ২৩ লাখ ৪৫ হাজার টাকার স্বর্ণ কেনেন তারা।