অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে সন্দেহভাজনের সঙ্গে পুলিশের গোলাগুলিতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, নিখোঁজ এক ব্যক্তির খোঁজ করতে উইয়াম্বিলার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্দেহভাজনরা।
পুলিশ আরও জানায়, সোমবার নিউ সাউথ ওয়েলস পুলিশের অনুরোধে কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন শহরের প্রত্যন্ত অঞ্চল উইয়াম্বিলার একটি বাড়িতে যান চার পুলিশ সদস্য।
বাড়ির সীমানায় প্রবেশ মাত্রই তাদের ওপর গুলি চালায় সন্দেহভাজনরা। ২৬ বছর বয়সী ম্যাথিউ আর্নল্ড এক্স ২৯ বছর বয়সী র্যাচেল ম্যাকক্রো গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তৃতীয় পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হন। পালাতে সক্ষম হন একজন। এ সময় নিরস্ত্র এক প্রতিবেশিকেও গুলি করে হত্যা করে সন্দেহভাজনরা।
স্থানীয় পুলিশের ১৬ জনের একটি দল গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশের বিশেষ একটি দল অভিযান চালায় সেখানে। অভিযানে এক নারী ও দুই পুরুষ সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে। হামলাকারীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুইন্সল্যন্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছেন, এটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। এ ঘটনা তদন্ত করছে পুলিশ।