বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। তবে ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য এ সময় বাসায় ছিলেন না।
ইশরাকদের পারিবারিক গাড়ি চালক হাজী আব্দুর রশিদ রাত পৌনে তিনটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযান শেষে চলে যাওয়ার সময় তারা বাসার কেয়ারটেকার মহসিন মিয়াকে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, চার গাড়ি পুলিশ অভিযানে অংশ নেয়। তারা চলে যাওয়ার সময় পরিচয় জানতে চাইলে নিজেদের ডিবি পুলিশ বলে জানায়।
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খবর পেয়েছি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে প্রবেশ করেছেন।