আগামী দিনে ক্ষমতাসীনদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে নয়া পলটনে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি বলেন, তাদের টার্গেট যেভাবেই হোক এই সরকারের পতন।
গত ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশস্থল নিয়ে দলটির সঙ্গে টানাপোড়নের মধ্যে ৭ ডিসেম্বর নয়াপল্টনে নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ।
কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত এবং বহু আহত হয়।
ওইদিন থেকে পরের চারদিন দলীয় কার্যালয় বন্ধ করে রাখে পুলিশ। এসব ঘটনার পর, মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির আজ প্রথম সমাবেশ করে।
সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, আগামী দিনে আরও শক্তিশালী আন্দোলনের কোনো বিকল্প নেই। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয়াপল্টনের ঘটনায় আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান নেতারা।