December 23, 2024, 10:05 am

গলাচিপায় প্রশাসন ও আ:লীগের শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ও আলোচনা সভা।

 সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : Wednesday, December 14, 2022,
  • 24 Time View

 ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, দেশের বিশিষ্ট সূর্য সন্তানদের হত্যা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত এবং স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম, তাদের সশস্ত্র বাহিনী- আলবদর,আলশামসের হাতে, দেশের খ্যাতিমান ব্যক্তিরা শহীদ হন। স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও শনাক্তকারী ঘাতক ময়নুদ্দিনসহ অনন্য খুনিদের বিচার ব্যবস্থা এবং প্রকৃতি তালিকা প্রকাশ এখনও দেশের মানুষ বা জাতি জানতে পারেনি।

১৪ই ডিসেম্বর কে যথাযথভাবে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা দিবস টি পালন করে। সকালে পটুয়াখালী ১১৩( ৩ )আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা এস এম শাহজাদা এমপি, আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ দলীয় অফিসে কালো পতাকা ও বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে।

বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সকল কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তষ দে, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, পল্লী উন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন সানু ঢালী,গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও আটখালি স্কুলের প্রধান শিক্ষক সুমিত কুমার দত্ত মলায় প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71