বিশ্বের শীর্ষ ধনীর মুকুট হারিয়েছেন ইলন মাস্ক। বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্ম টুইটারের মালিক মাস্ক বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। তাকে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী নন ইলন মাস্ক। চলতি বছরে বার বার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের পতন হওয়ায় এর প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমে গেছে।
ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যানুযায়ী, মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন বানার্ড আর্নল্ট।
বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বানার্ডের রয়েছে ১৮ হাজার ৪০০ কোটি ডলার।
বিবিসি বলছে, টেসলার মোট শেয়ারের ১৪ শতাংশের মালিক মাস্ক। আর গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন এই ধনকুবের। তবে এরপর থেকেই টুইটার নিয়ে বিভিন্ন পরিকল্পনা নেন মাস্ক। এমনকি অনেক পদক্ষেপ নিয়েও ইউটার্ন দেন তিনি। এতে করে নিজের ব্যান্ড ভ্যালু কমিয়ে দেনে তিনি।
ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান ইভস বলেন, ‘টুইটার নিয়ে যে ‘সার্কাস’ হচ্ছে তা টেসলার শেয়ারের দামের ওপর প্রভাব ফেলেছে। টেসলা দিয়ে সুপারহিরো হওয়া মাস্ক টুইটার দিয়ে থেকে খলনায়কে পরিবর্তিত হয়েছে। ’