January 7, 2025, 8:08 am

টেসলার ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, December 15, 2022,
  • 28 Time View

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিক্রিকৃত শেয়ারের বাজার দর মূল্যে ৩৫৮ কোটি মার্কিন ডলার। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়া ফাইল অনুসারে, চলতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার এবং বুধবার শেয়ারগুলো বিক্রি হয়েছিল।

গত বছর থেকে এ পর্যন্ত ৪০০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করলেন এই ধনকুবের।

 

এই সপ্তাহে ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্টের কাছে বিশ্বের শীর্ষ ধনীর মুকুট হারান মাস্ক। এরপরেই মাস্কের শেয়ার বিক্রির খবর সামনে এলো।

ক্রমাগতভাবে শেয়ার বিক্রি করলেও এখনও মাস্কের হাতে রয়েছে টেসলার ১৩ দশমিক ৪ শতাংশ শেয়ার।

সোশ্যাল প্ল্যাটফর্ম টুইটার কেনার জন্য টেসলার ১৯৫ কোটি শেয়ার বিক্রি করেছিলেন মাস্ক, যার বাজার মূল্য ছিল ৩৯৫ কোটি ডলার। বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন শেষে গত মাসেই ধনকুবের শেয়ার বিক্রির কথাটি স্বীকার করেন।

মাস্কের একের পর এক শেয়ার বিক্রিতে  বাজারে টেসলার শেয়ারের দাম কমে যাচ্ছে। চলতি বছরে বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলার ব্যবসা সবচেয়ে খারাপ হয়েছে। এর মূলে রয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাস্ক। কারণ বিনিয়োগকারীদের ধারণা, টেসলার থেকে টুইটারে বেশি সময় দেবেন তিনি।

মার্কিন শেয়ার বাজার নাসডাকের তথ্যানুযায়ী, গত বুধবার টেসলার বাজার মূল্য ৫ হাজার কোটি ডলারের নিচে নেমে আসে, যা ২০২০ সালের পর সর্বনিম্ন।

গত বছরের শেষ নাগাদ টেসলার বাজার মূল্য ১ ট্রিলিয়নে পৌঁছায়। তবে সম্প্রতি মাসগুলো এ মূল্য কমেই যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71