বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকাকে ৪৯ বার ছুরিকাঘাতে হত্যা করেছে ঘাতক প্রেমিক। এমন অভিযোগে জগন্নাথ গোডা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার ভুবনেশ্বরে।
আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, কুনিদার সীমাদাস নামে এক তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবক জগন্নাথ গোডার প্রেমের সম্পর্ক ছিল।
দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পর জগন্নাথকে বিয়ে করার প্রস্তাব দেন কুনিদার। কিন্তু জগন্নাথ কিছুতেই রাজি হচ্ছিলেন না। জগন্নাথকে বোঝানোর চেষ্টাও করেন কুনিদার। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শেষমেশ তাঁর হাত থেকে মুক্তি পেতে ঘুরতে নিয়ে যাওয়ার ছলে গুজরাতে নিয়ে গিয়ে প্রেমিকাকে ৪৯ বার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে প্রেমিক জগন্নাথ।
পুলিশ জানায়, প্রেমিকার হাত থেকে মুক্তি পেতে তাঁকে খুন করার পরিকল্পনা করেন জগন্নাথ। তার পর কুনিদারকে গুজরাতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাবে রাজি হয়ে যান কুনিদার। তাঁরা দু’জনে সুরাতে গিয়েছিলেন। সেখানেই কুনিদারকে কুপিয়ে খুন করে জগন্নাথ। পরে তাঁর দেহ একটি ফাঁকা মাঠে ফেলে গিয়ে ভুবনেশ্বরে ফিরে আসেন জগন্নাথ।
সুরাতে একটি মাঠ থেকে কুনিদারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। কুনিদারের পরনের টি-শার্ট দেখে স্থানীয় বাসস্ট্যান্ড, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকেই জগন্নাথকে চিহ্নিত করে তারা। তার পরই ভুবনেশ্বর পুলিশের সঙ্গে যোগাযোগ করে সুরাত পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভুবনেশ্বর থেকেই জগন্নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার।