সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড বিষয়ক ১৩ হাজার ১৭৩ নথি উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অনলাইনে প্রকাশিত এসব নথি যে কেউ দেখতে পারবেন। হোয়াইট হাউস থেকে নির্দেশনা দেওয়ার পরই এসব গোপন নথি প্রকাশ করা হয়। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড বিষয়ক হাজার হাজার নথি পূর্ণাঙ্গভাবে প্রকাশের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। এরপরেই অনলাইনে ১৩ হাজার ১৭৩ নথি উন্মুক্ত করা হয়। এর সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস বলছে, কেনেডি হত্যাকাণ্ড বিষয়ক ৯৭ শতাংশ সরকারি নথি সবাই দেখতে পারবেন।
এসব নথি কেনেডি হত্যাকাণ্ডের মোড় কিংবা বড় কোনো উদ্ঘাটন হবে না বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। তবে হত্যাকারী সম্পর্কে আরও জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে গুপ্তঘাতকের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ১৯৯২ সালে তৎকালীন মার্কিন কংগ্রেস আগামী ২৫ বছরের মধ্যে অর্থাৎ ২০০৭ সালের মধ্যে এ সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশনা দেয়।
কেনেডি হত্যাকাণ্ড বিষয়ক গোপন নথি প্রকাশের জন্য বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করেন। তবে এখনও বেশ কিছু নথি অপ্রকাশিত রয়েছে। সেগুলো ২০২৩ সালে প্রকাশ করা হবে।
বাইডেন বলেছেন, ‘শনাক্তযোগ্য ক্ষতি থেকে রক্ষার্থে ২০২৩ সালের জুন নাগাদ আরও কিছু গোপন নথি অপ্রকাশিত থাকবে। তবে পরে সেগুলো সবার জন্য উন্মুক্ত করা হবে। ’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস বলছে, কেনেডি হত্যাকাণ্ড বিষয়ক ৫১৫টি নথি সম্পূর্ণভাবে অপ্রকাশিত থাকবে। আর ২ হাজার ৫৪৫টি নথি আংশিকভাবে প্রকাশ করা হবে।
জন এফ কেনেডিকে হত্যাকাণ্ড নিয়ে ১৯৬৪ সালে মার্কিন তদন্ত কমিটি ওয়ারেন কমিশন একটি প্রতিবেদনে প্রকাশ করে। ওই তদন্ত অনুযায়ী, মেক্সিকো বংশোদ্ভূত মার্কিন মেরিন কর্মকর্তা লি হারভে ওসওয়াল্ড। যুক্তরাষ্ট্রের এই নাগরিক আগে সোভিয়েত ইউনিয়নে বাস করতো। এই ঘটনা ঘটিয়েছেন তিনি একাই। গ্রেপ্তারের দুদিন পর ডালাস পুলিশের সদর দপ্তরের বেসমেন্টে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ওসওয়াল্ড।
বিবিসি বলছে, কেনেডি হত্যা নিয়ে বিতর্কের শেষ নেই। হত্যাকারীর মৃত্যুর পর কেনেডি হত্যাকাণ্ড নিয়ে সামনে আসে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব, যা কয়েক দশক ধরে চলছে। তবে বৃহস্পতিবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, গোয়েন্দা সংস্থা ওসওয়াল্ডকে কখনও জড়িত করেনি এবং তদন্তকারীরা তার সম্পর্কে তথ্য গোপন করেনি।