এখনো পুরো ইউক্রেন দখলের স্বপ্ন দেখছে রাশিয়া। এজন্য দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মস্কো। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন ইউক্রেনের ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সি গ্রোমভ। খরব আরটির।
কিয়েভের ঊর্ধ্বতন এই কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রেমলিন এই যুদ্ধকে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে পরিণত করার চেষ্টা করছে। যুদ্ধে এখনো রাশিয়ার উদ্দেশ্য সম্পূর্ণ ইউক্রেনের দখল নেয়া।
এর আগে বড়দিন উপলক্ষে দুই পক্ষই শান্তি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে। খুব শীঘ্রই যুদ্ধ বন্ধে কোন আলোচনার সম্ভাবনা নেই ।
জেনারেল আরও বলেন, রাশিয়ার সেনারা এখনো পশ্চিমাঞ্চলীয় শহর বাখমুট ও আভদিভকাতে অবস্থান করছে। তবে প্রতিনিয়ত তারা খেরসরে প্রতিদিন হামলা করছে আর জাপোরিঝিয়াতে তাদের অবস্থান আরও পোক্ত করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়, রাশিয়ার ছোড়া গোলায় খেরসনে দুইজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিহতদের মধ্যে একজন ইউক্রেনের জাতীয় রেডক্রসের সদস্য ছিলেন। তবে এ ঘটনায় কোন মন্তব্য করেনি মস্কো।