December 23, 2024, 6:53 am

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সহযোগিতা করবে মাইক্রোসফট।

অনলাইন ডেক্স
  • Update Time : Friday, December 16, 2022,
  • 42 Time View

ডিপ টেকনোলজি স্টার্টআপদের সহায়তা ও দেশীয় উদ্ভাবনকে ত্বরান্বিত করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পর (আইডিয়া) সঙ্গে লেটার অব ইন্টেন্ট (এলওআই) সই করেছে মাইক্রোসফট। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্প কার্যালয়ে এই এলওআইয়ে আইডিয়া প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন এবং মাইক্রোসফট’র পক্ষে মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক সই করেন। এ সময় আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামীসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘মাইক্রোসফট ফর স্টার্টআপ ফাউন্ডারস হাব’ প্রোগ্রামের সুবিধা নেওয়ার সুযোগ প্রদান করে স্থানীয় স্টার্টআপগুলোকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মাইক্রোসফট।

‘ভিজ্যুয়াল স্টুডিও’, ‘গিটহাব’, এম৩৬৫, ‘পাওয়ার প্ল্যাটফর্ম’ ও ‘ডায়নামিক ৩৬৫’-সহ মাইক্রোসফটের বিভিন্ন টুলস এবং প্ল্যাটফর্মের সব সুবিধা প্রদান করবে এ প্ল্যাটফর্ম।

 

অনুষ্ঠানে আইডিয়ার প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, ‘বর্তমানে বাংলাদেশে প্রায় আড়াই হাজার স্টার্টআপ এবং ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ রয়েছে। প্রতি বছর এই তালিকায় যুক্ত হচ্ছে দুই শতাধিক স্টার্টআপ। এক্ষেত্রে, এ অংশীদারিত্ব বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে একটি সময়োপযোগী উদ্যোগ। ’

মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক বলেন, ‘মাইক্রোসফট ফর স্টার্টআপ ফাউন্ডারস হাব প্ল্যাটফর্মটি সব উদ্যোগের জন্য বিশেষায়িত প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম পারসোনালাইজড টেকনিক্যাল টুল ও বিজনেস রিসোর্সের মাধ্যমে স্টার্টআপ উদ্যোগগুলোকে নতুন সব মাইলফলক অর্জনে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71