অর্ধ ডজনেরও বেশি সাংবাদিকদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ও সোশ্যাল প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্কের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন করায় তাদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।
টুইটারের নিষিদ্ধের তালিকায় রয়েছে সিএনএন, ওয়াশিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা রয়েছেন।
মূলত মাস্কের অবস্থান নিয়ে প্রতিবেদন করায়ই তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে কোনো সতর্কবার্তা ছাড়ায় অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হয়। তবে এর আগে এক টুইট বার্তায় ইলন সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন। তিনি বলেন, ‘সারাদিন আমার সমালোচনা করো ঠিক আছে, তবে আমার অবস্থান ও পরিবারকে কেন ঝুঁকিতে ফেলছো। সাংবাদিক ছাড়াও সকল মানুষের জন্য বিষয়টি প্রযোজ্যকর। ’
পরে সাংবাদিকদের বিরুদ্ধে টুইটারের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী।
নিউইয়র্ক টাইমসের সাংবাদিক রাইয়ান মাকের টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে কোনো সতর্কতা দেওয়া হয়নি। কেন আমার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে তা জানানর জন্য আমি প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ’
গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর থেকেই টুইটার নিয়ে বিভিন্ন পরিকল্পনা নেন মাস্ক। এমনকি অনেক পদক্ষেপ নিয়েও ইউটার্ন দেন তিনি। এতে করে নিজের ব্যান্ড ভ্যালু কমিয়ে দেনে তিনি। ফলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়েছেন এই ধনকুবের।