মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে অর্ধশতেরও বেশি। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫০ জন, যা গত দিনের তুলনায় বেশি ৫২।
একই সময়ে ৪ লাখ ৮৮ হাজার ৮১৯ মানুষের দেহে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। আগের তুলনায় নতুন করে আক্রান্ত কমেছে ৪৭ হাজারেরও বেশি। নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৪৩ জন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, মহামারি ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৮৯৭ জন। সংক্রমিত হয়ে মারা গেছে ৬৬ লাখ ৬৭ হাজার ১০১ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬৯৭ জন।
বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৩০২ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৩৭ হাজার ৯৩৬ জন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯২ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তর কোরিয়া। এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ১৫৪ জন। সংক্রমণের তালিকায় এরপরে রয়েছে ফ্রান্স, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মারা গেছে ২৮২ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১১ লাখ ১২ হাজার ৭৯৭ জন। মৃত্যুর তালিকায় এরপরেই রয়েছে জাপান। দেশটিতে নতুন করে মারা গেছে ২৭৭ জন। তালিকায় এরপরে রয়েছে ব্রাজিল, ফ্রান্স, উত্তর কোরিয়া ও রাশিয়া।