প্রায় নয় মাস দখলে রাখার গত ১১ নভেম্বর খেরসন শহর থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে রাশিয়া। এরপরেই শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী। তবে সম্প্রতি সময়ে ফের খেরসন দখল করতে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এসব হামলার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা খেরসন।
খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, গত মাসে পুনরুদ্ধারকৃত খেরসনে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব হামলায় দুজন ইউক্রেনীয় মারা গেছেন। এ ছাড়া হামলার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো শহর।
অঞ্চলটির গভর্নরের মতে, খেরসনের বন্দর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
খেরসন থেকে রুশ বাহিনীর পিছিয়ে যাওয়াকে ফেব্রুয়ারির আক্রমণের পর থেকে মস্কোর জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে অভিহিত করছে বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় শহরগুলোর বিদ্যুৎ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে রুশ বাহিনী। এতে করে বিদ্যুৎহীন হয়ে পড়ছে কয়েক লাখ ইউক্রেনীয়। বিদ্যুৎ না থাকায় ঠাণ্ডায় কঠিন সময় পার করছেন তারা।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খেরসনে বৃহস্পতিবারের হামলা নিয়ে ইউক্রেনের গণমাধ্যমগুলো বলছে, খেরসন শহরের প্রধান প্রশাসনিক ভবনের ১০০ মিটার দূরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর আগের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রশাসনিক ভবনটি। একটি চিকিৎসা সহায়তা কেন্দ্রে হামলায় একজন ৩২ বছর বয়সী প্যারামেডিক এবং একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ নিহত হয়েছেন।
এ দিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরটির মেয়র ইগর তেরেকোভ বলেন, ‘রাশিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। স্থানীয়দের কাছে অনুরোধ, আপনারা নিরাপদ স্থানে থাকুন। ’
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার হামলা লাখ লাখ ইউক্রেনীয়কে চরম কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। আর সামনের সময়ে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা মানে মানবিক পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাওয়া। এতে করে অনেক লোক বাস্তচ্যুত হতে পারে। ’
অন্যদিকে দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করছে মস্কো সমর্থিত স্থানীয়রা। তারা বলছেন, দোনেৎস্কে জেলেনস্কি বাহিনী জোরদার হামলা চালিয়েছে। ২০১৪ সালের পর এটি বড় ধরনের হামলা।
রুশ মনোনীত মেয়র অ্যালেক্সাই কুলেমজিন জানিয়েছেন, বৃহস্পতিবার খেরসনে ৪০টি রকেট হামলা চালানো হয়েছে। এতে একজন নিহত ও ৯ জন আহত হয়েছেন।