থাইল্যান্ডে ১০৬ জন নাবিক নিয়ে যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় উদ্ধারকারীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির নৌবাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, রোববার রাতে থাইল্যান্ডের উপসাগরে শতাধিক ক্রু নিয়ে ঝড়ের কবলে পড়ে যুদ্ধজাহাজটি। এ ১০৬ জনের মধ্যে ৩১ জন নাবিক নিখোঁজ ছিলেন।
থাইল্যান্ডের নৌবাহিনীর বরাতে বিবিসির খবরে বলা হয়, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়। কর্মকর্তারা স্বীকার করেছেন যে, জাহাজে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না।
মঙ্গলবার থাই কর্তৃপক্ষ জানায়, জাহাজ ডুবির পর তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।