প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ব্যবস্থা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার।
বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশের ৫০ জেলায় ১০০ মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শহর থেকে গ্রাম পর্যায়ে রাস্তাগুলো উন্নত করে দিচ্ছি।
পয়ে চলা পথগুলোও উন্নত করে দিচ্ছি। গ্রাম পর্যায়ে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছি। নদীগুলোও ড্রেজিং করে দিচ্ছি, যাতে নদী পথেও যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়।
শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়নে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষার প্রসার ঘটানো, দক্ষ মানবশক্তি গড়ে তোলা, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনশক্তি গড়ে তোলা, জ্ঞানে আর দক্ষতায় পৃথিবীর সঙ্গে তল মিলিয়ে চলার মতো দক্ষ জনশক্তি যেন গড়ে ওঠে, সে লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ যখন যাত্রা শুরু করে, ঠিক সেই সময়েই ৭৫’র ১৫ আগস্টের আঘাতটা আসে। থেমে যায় উন্নয়নের অগ্রযাত্রা। জাতির পিতা বেঁচে থাকলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারতো।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের শুনতে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এর আগে ১০০টা সেতু আমরা একইসঙ্গে উদ্বোধন করলাম, আজকে ১০০টা মহাসড়ক উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। যারা বলে আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে, কিছু না কি করেনি, দেশের মানুষ এটা বিশ্বাস করবে কি না সেটাই আমার প্রশ্ন। ১৯৯৬ থেকে ২০০১ আর ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এর বাইরে যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কী করেছে? আর কতটুকু উন্নয়ন করেছে।
সরকারপ্রধান আরও বলেন, ‘সাধারণ মানুষের উন্নয়নে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, গণমানুষ যেন ভালো জীবন যাপন করতে পারে সেই ক্ষেত্রে। কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নয়ন করা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার প্রসার ঘটানো, চতুর্থ শিল্প বিপ্লের উপযুক্ত দক্ষ জনশক্তি গড়ে তোলা, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে জ্ঞানে ও দক্ষতায় প্রতিটি বাঙালি যেন সেভাবে তৈরি হয়, সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।