December 23, 2024, 6:38 am

টিকটক প্রকাশ করলো ২০২২ সালের ট্রেন্ড ও ক্রিয়েটরস তালিকা।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, December 24, 2022,
  • 39 Time View

শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘টিকটক রিপোর্ট ২০২২’-এর বার্ষিক প্রতিবেদনে প্ল্যাটফর্মটির গ্লোবাল কমিউনিটির ট্রেন্ড, ক্রিয়েটর ও বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। যেখানে ‘#ফরইউ’ জনপ্রিয় হয়েছে। টিকটক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, এ বছর বাংলাদেশে টিকটকের মাধ্যমে মানুষ নানা ধরনের অভিজ্ঞতা লাভ করেছে। নতুন কিছু টিপস শেখানো হয়েছে, যার মাধ্যমে আমাদের জীবনযাপন সহজ হয়েছে। রান্নার মতো বিষয়গুলো শেখা হয়েছে। প্রিয় খেলার মুহূর্তগুলো উদযাপন করা হয়েছে, আমাদের মাথায় ঘুরতে থাকা সাউন্ডট্র্যাকের সঙ্গে নিজে নিজে গান গাওয়া হয়েছে।

টিকটকের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনেসা পাপাস বলেন, আমাদের বৈশ্বিক কমিউনিটি যারা এই বছরে বিভিন্ন বিষয়কে ট্রেন্ড করে তুলেছে, নতুন নতুন সব আইডিয়া এনেছে, অন্যদের সঙ্গে সেগুলো শেয়ার করেছে, তাদের প্যাশন থেকে ক্যারিয়ার গড়ে তুলেছে তাদের আমরা সম্মানিত করেতে চাই। টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ তাদের এসব সৃজনশীল কাজগুলো দেখেছেন এবং নিজেদের অভিজ্ঞতাকে অন্যদের সঙ্গে শেয়ার করে মজা করেছেন।

বাংলাদেশ থেকে চলতি বছরে জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে রয়েছে সামিরা খান মাহি। তিনি তার ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন কীভাবে প্রাণবন্ত থাকা যায়। এবছর জীবনমুখী শিক্ষামূলক জনপ্রিয় ভিডিওর তালিকায় সবার উপর রয়েছেন জুবায়ের তালুকদার। তিনি বছরজুড়ে মোবাইল ক্যামেরার বিভিন্ন ট্রিকস শেয়ার করেছেন।
জনপ্রিয় গান এবং সাউন্ডট্র্যাকের ভিডিও’র তালিকায় শীর্ষে রয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মুজার সম্মিলিত গান ‘বেণী খুলে’। বছরজুড়েই গানটি সবার মুখে মুখে শোনা গেছে।

তরুণ প্রতিভাবান টিকটক ক্রিয়েটরদের তালিকায় সবার প্রথমেই রয়েছে ডা. অনুরাধা দত্ত। পেশায় চিকিৎসক হয়েও ফ্যাশন, লাইফস্টাইল এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি নিয়ে কনটেন্ট তৈরি করে তিনি নিজেকে একজন বহুমুখী মেধাবী ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করছেন। এবছর তিনি তার ‘গেট রেডি উইথ মি’ ভিডিও দিয়ে ফলোয়ারদের মন জয় করেছেন।

বছরজুড়ে বাংলাদেশের জনপ্রিয় সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার উপরে ছিল পিক মাই মেকআপ। ট্রেন্ডটি অনুসরণ জনপ্রিয় টিকটক ক্রিয়েটররা অসংখ্য ভিডিও তৈরি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71