ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছে। শুক্রবার প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের নিকটবর্তী একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটেছে। গুলি এমন এক সময়ে চালানো হলো, যখন ক্রিসমাস উদযাপনের আগের প্রস্তুতি শেষ করতে ব্যস্ত সবাই। যদিও তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কারণ জানা যায়নি।
প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, ৬৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।
ফ্রান্সের রাজধানীর গারে দে ল’এস্ট ট্রেন স্টেশনের কাছে দোকান এবং রেস্তোঁরাসহ একটি ব্যস্ত রাস্তা ও ১০তম অ্যারেন্ডিসমেন্টে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
জরুরি কর্মীরা ঘটনাস্থলে থাকাকালীন ওই এলাকা থেকে দূরে থাকার জন্য নাগরিকদের সতর্ক করেছে দেশটির পুলিশ বিভাগ।
প্রসিকিউটর অফিস জানিয়েছে, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসীদের বিষয়ে কোনো তথ্য জানাননি তারা।
ফ্রান্স ২০১৫-২০১৬ সালে ইসলামিক চরমপন্থীদের মারাত্মক আক্রমণের শিকার হয়েছিল এবং সন্ত্রাস-সম্পর্কিত সহিংসতার জন্য সতর্ক অবস্থায় রয়েছে দেশটি।