বন্দুক হামলায় তিনজন নিহতের জেরে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। হত্যাকারীদের বিচার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে, প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নামেন বিক্ষোভকারীরা। এরই একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।
এদিকে, বন্দুক হামলার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
পুলিশি বাধা উপেক্ষা করে শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে, প্ল্যাকার্ড হাতে আন্দোলনের একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন।
আরও পড়ুন: প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
বন্দুকধারীর গুলিতে তিনজন নিহতের ঘটনার পরই রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। প্যারিসের কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এ ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে।
তবে কর্তৃপক্ষ জানায়, হামলাকারীকে আটকের পাশাপাশি প্যারিসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।