January 9, 2025, 9:36 pm

জাহিদের লাথিকাণ্ডের তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, December 28, 2022,
  • 76 Time View
tmnews71

মঞ্চে থেকে পুরস্কার নিলেন। তবে সেই পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামতেই তাতে লাথি বডিবিল্ডার জাহিদ হাসানের। বিচারকদের রায়ে ক্ষুদ্ধ হয়েই এমন কাজ করেন জাহিদ। গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাহিদের পুরস্কারে লাথি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

এরপর বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন জরুরি সভা করে জাহিদ হাসানকে আজীবন নিষিদ্ধ করে।

 

ঘটনার পর জাহিদ হাসান স্বপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েছেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বডিবিল্ডিং ফেডারেশনকে। বিষয়টা নিয়ে তাই তদন্তে নেমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তদন্ত করতে এরই মধ্যে মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। গতকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তাই প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখতে তদন্ত করছি আমরা। ’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তদন্তে নামার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমি এই তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমি মনে করি এই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যটা উঠে আসবে। প্রতিযোগিতায় ১১ জন বিচারক ছিলেন। এর মধ্যে চারজন আন্তর্জাতিক পর্যায়ের এবং বাকিরা জাতীয় পর্যায়ের বিচারক। তাদের বিচারের ভিত্তিতে প্রথম ঘোষণা করা হয়েছে আল আমিন সজীবকে। দ্বিতীয় হয়েছেন জাহিদ হাসান। আমরা কোনো অন্যায় করিনি। এই তদন্তের মধ্য দিয়ে স্বচ্ছতা প্রমাণিত হবে। আমাদের সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটা প্রমাণের একটা সুযোগ হলো। ’

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় ১৭০ কেজি-ঊর্ধ্ব মেনস ফিজিক বিভাগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিলেন জাহিদ। কিন্তু গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে শেষ হওয়া জাতীয় প্রতিযোগিতায় নির্বাচকেরা তাকে দ্বিতীয় ঘোষণা করায় রাগে-ক্ষোভে ফেডারেশনের দেওয়া পুরস্কার লাথি দিয়ে ফেলে দেন মঞ্চের ওপরই। জাহিদের অভিযোগ ছিল, তাকে অন্যায়ভাবে দ্বিতীয় করা হয়েছে। ইভেন্টটি পাতানো ছিল বলে দাবি করেন জাহিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71