আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পটুয়াখালীর দশমিনায় ১ নং রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রতিটি পাড়ায় মহল্লায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। ভোটের আশায় প্রার্থীর কর্মী ও সমার্থকরা ঘুড়ে বেড়াচ্ছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে এবং দিচ্ছেন নানান রকম উন্নয়নের প্রতিশ্রুতি। প্রতিটি গ্রাম ও মহল্লায় চলছে নির্বাচনী মিটিং উঠান বৈঠক এবং মোটরসাইকেল শোডাউন।
এদিকে সাধারণ ভোটাররা বলেন, ইউনিয়নের সাধারণ মানুষদের জীবনমান উন্নয়ন, মাদক সন্ত্রাস, রাস্তা ঘাট নির্মাণে যিনি সর্বাত্মক চেষ্টা করবে এবং যিনি গরীব দুঃখী মানুষের পাশে থাকবেন তেমন প্রার্থীকেই বেছে নেওয়ার ইচ্ছে তাদের। এছাড়া তরুন ভোটাররা তাদের ১ম ভোট উন্নয়ন ও স্বাধীনতার সপক্ষে দিবেন বলেন জানান।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আব্দুল আজিজ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মৃধা (ঘোড়া), ইসলামি আন্দোলনের সাইফুল (হাতপাখা), জাকির হোসেন (টেলিফোন), মারুফ হোসেন (চশমা) এবং হোসন হাওলাদার (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জনসহ মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নৌকা মার্কার প্রার্থী আব্দুল আজিজ বলেন, দীর্ঘ সময় ইউনিয়নের মানুষের সুখ দুখে সব সময় তাদের পাশে ছিলাম এবং নির্বাচনে জয়ী হয়ে জীবনের শেষ সময়টুকু তাদের পাশে থাকতে চাই। এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসেন হাওলাদার বলেন, যেহেতু ইভিএমে ভোট হবে সেহেতু আমি মনে করি ভোট শতভাগ সুষ্ঠু হবে। এছাড়া ভোটের দিন তিনি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার আহবান করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রনগোপালদী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬শত ৯ জন। যার মধ্যে ৪০ ভাগ পুরুষ এবং ৬০ ভাগ নারী ভোটার। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, নির্বাচনের ব্যাপারে কোন রকম অপ্রতিকার ঘটনা মেনে নেওয়া হবে না।