হাজেরা বিবি। বয়স ৯০। বার্ধক্যের কারণে কুঁজো হয়ে গেছেন। হাঁটতে পারেন না একা। মেয়ের হাত ধরে ভোট কেন্দ্রে এসেছেন। ভোট দিতে পেরে খুশি।
আগামী নির্বাচন পর্যন্ত বেঁচে থাকবেন কিনা তাও অনিশ্চিত। নতুন পদ্ধতি ইভিএম মেশিনে ভোট দিতে কিছুটা সমস্যায় পড়লেও বুথের কর্মকর্তাদের সহায়তায় ভোট দিতে পেরে খুশি তিনি।
হাজেরা বিবির সঙ্গে দেখা হয় পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এটি ২ নম্বর কেন্দ্র।
বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসেন হাজেরা বিবি। তার বাড়ি কেন্দ্রের কাছাকাছি। চার মেয়ে দুই ছেলে এরা সবাই প্রায় এখন বুড়ো বলে জানান। স্বামী মারা গেছেন অনেক আগে। ছোট মেয়ের সঙ্গে থাকেন। ভোটের পরিবেশ দেখে খুব খুশি এই বৃদ্ধা।
জানালেন তার অভিব্যক্তির কথা। নিজের বয়স কত তা বলতে পারছিলেন না। তবে ভোটার আইডি কার্ডের হিসাব মতে তার জন্ম ১৯৩৩ সালে। মেয়ে সালমা বেগম জানান, ভোটের পরিবেশ সুন্দর হওয়ায় তার মাকে নিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়াতে পেরেছেন।
উল্লেখ্য, দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আজকের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিতি লক্ষণীয়। এর মধ্যে নারী ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও র্যা বের ফোর্স মোতায়েন করা হয়েছে।