বিএনপি নেতাদের ময়না পাখির সঙ্গে তুলনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি নেতারা ময়না পাখির মতো, একই কথা বারবার বলে। যা শিখিয়ে দেওয়া হয় তাই বলে। ১৪ বছর ধরে একই ঢোল বাজাচ্ছেন।
এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। ’
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘ময়না পাখিকে যে কথাগুলো শিখিয়ে দেওয়া হয়, ময়না পাখি এর বাইরে কিছু বলতে পারে না। ’
আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এ গণমিছিলকে কেন্দ্রে করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা শহরের পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকবেন বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা সতর্ক পাহারায় থাকবে। তবে বিএনপি নেতারা আন্দোলনে অকার্যকর। ’
রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবির বিষয়ে তিনি বলেন, ‘মেয়র পদে দলীয় প্রার্থী কম ভোট পেলেও সেখানে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিতরাই বেশির ভাগ নির্বাচিত হয়েছেন। সেটা থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কোন জায়গায়।